পাবনায় বৃক্ষ রোপণ ও বিতরণ উদ্বোধন

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৫:১৪ পিএম

বৃক্ষ রোপণ ও চারা বিতরণের উদ্বোধন অনুষ্ঠান।

বৃক্ষ রোপণ ও চারা বিতরণের উদ্বোধন অনুষ্ঠান।

পাবনার বেড়ায় ৫০ হাজার বৃক্ষ রোপণ ও চারা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী সবুজায়নের যে উদ্যোগ নিয়েছেন আজকের বিশ্ব তার এই কর্মসূচির গ্রহণ করেছে।

আজ শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেড়া পৌরসভা ও আশনা এনজিও'র সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন করছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।

আশনা এনজিওর প্রধান নির্বাহী পরিচালক মুসলিমা শামস বনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম, বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh