খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৪৩ এএম

খাগড়াছড়িতেপাহাড়ধসের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতেপাহাড়ধসের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুইপাশে অনেক যান আটকা পড়েছে।

আজ মঙ্গলবার (২ জুলাই) ভোরের দিকে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। তবে স্থানীয় প্রশাসন যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে টানা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়িতে পানি বেড়ে প্লাবিত হচ্ছে তীরবর্তী কয়েকটি এলাকা। এদিন ভোর ৬ টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, কল্যাণপুর, মেহেদিবাগ, উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানি ঢুকে।

পানি বৃদ্ধির ফলে এসব এলাকার ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। কেউ কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গেলেও এখনও পানিবন্দি বেশিরভাগ মানুষ বাসাবাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী। এসব এলাকার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh