কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় একটি লবণের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১ মে) সকালে হ্নীলা আলীখালী হাইওয়ে ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, ধারণা করা হচ্ছে অন্তত ৮ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হতে পারে। মৃত্যু বা হত্যার পরে লাশ মাটিচাপা দিয়েছে দুর্বৃত্তরা৷
টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে মাঠিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশের খবর জানতে পারি। সঙ্গে সঙ্গে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ লাশের বডি একেবারে পচে গেছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।