বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০২:৫৭ পিএম
বিএসএফের গুলিতে আহত যুবক। ছবি: বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার গোগার হরিশচন্দ্রপুর সীমান্তে বিএসএফের গুলিতে শামীম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে গোগা বিজিবি ক্যাম্পের অধীনে হরিশচন্দ্রপুর সীমান্তে সোনাই নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত যুবক গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে বাংলাদেশ ও ভারত সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করে শামীম। এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। এসময় শামিম আহত হন। পরবর্তীতে নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নেন।
গোগার হরিশ্চন্দ্রপুর ইউপি সদস্য বাবুল হোসেন জানান, বিএসএফের গুলিতে শামীম নামে এক যুবক আহত হয়েছেন। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা সঠিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোগার হরিশচন্দ্রপুরে বিএসএফের গুলিতে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে বিজিবির একটি টিম তার বাড়িতে পাঠানো হয়েছে। বাড়িতে কেউ না থাকায় তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।