বিদেশেও বেনজীর ও তার স্ত্রী-কন্যার নামে-বেনামে সম্পদ রয়েছে: দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৪৭ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক তাদের নামে ও বেনামে দেশে ও বিদেশে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে।

আজ মঙ্গলবার (২ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

তিনি বলেন, বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং তাদের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে জ্ঞাত উৎসের বাইরে অর্জিত সম্পদ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এগুলো ছাড়াও নামে-বেনামে তাদের দেশে ও বিদেশে আরও স্থাবর এবং অস্থাবর সম্পদের তথ্যও পেয়েছে দুদক, বলেন তিনি।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের তথ্য ঘোষণার নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh