ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:৩৩ এএম

দীর্ঘ অপেক্ষায় পর ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’।  ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষায় পর ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষায় পর ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’। বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। একইসঙ্গে আর একটি পোস্টে খবরটি নিশ্চিত করে চঞ্চল জানান, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।

তিনি বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

ছবিটির ফার্স্টলুক ও টিজার দিয়ে এরইমধ্যে দর্শকদের চমকে দিয়েছেন সৃজিত ও চঞ্চল চৌধুরী। আর পোস্টারে চঞ্চলের দুটি সময়ের ছবি তুলে ধরা হয়েছে। পাশে আরেক অভিনেতার ছবি থাকলেও অনুমান করা যায় এটা মৃণাল সেনের ছোট বেলার চরিত্র। যা করেছেন অন্য এক তরুণ অভিনেতা।

এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না-থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।

গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় পদাতিক-এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।

২০২৩ সাল মৃণাল সেনের জন্মশতবার্ষিকী ছিল। তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন পদাতিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh