পুঠিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম

সড়কে নিহতের ঘটনায় সড়ক অবরোধ।

সড়কে নিহতের ঘটনায় সড়ক অবরোধ।

রাজশাহীর পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাসিম আলী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন মাছসহ ট্রাকটি আটক করেছে।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে পুঠিয়া- তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ধোকড়াকুল এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, নিহত নাসিমের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। সে বাড়ি থেকে মোটরসাইকেলে দোকানে আসার সময় ধোকড়াকড়াকুল বাজারে আসলে তাহেরপুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় ভাল্লুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ধোকড়াকুল বাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাসিম নিহত হয়েছে বলে জানান।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে রেখেছিল, পরে তাদের থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh