ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০২:৪৬ পিএম
সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে ঝিনাইদহে জেলা বিএনপি। আজ বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে এ সমাবেশ করে বিএনপি।
সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সমাবেশটি সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
আরো উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, আব্দুল মজিদ বিশ্বাসসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে তিলতিল করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এ সরকার। দেশে আজ নেই কোন আইনের শাসন। কোন কিছুই তোয়াক্কা করছে না সরকার। মগের মুল্লুক অবস্থা দাঁড়িয়েছে সারদেশে। দেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে। শেখ হাসিনার কোন নিজস্ব স্বাধীনতা নেই। তিনি হচ্ছে পাপেট। ক্ষমতা টিকিয়ে রাখার লোভে আপনি যা ইচ্ছে তাই করে চলেছেন। সাধরাণ মানুষ আজ কষ্টে আছে।