চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপ নিয়ে ফিরছেন ভারতের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৫:৩৬ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১১:৫০ পিএম

এয়ার ইন্ডিয়ার বিশেষ এই বিমানে দেশে ফিরবেন রোহিতরা। ছবি: সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার বিশেষ এই বিমানে দেশে ফিরবেন রোহিতরা। ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘বেরিল’ আঘাত হানায় বারবাডোজে আটকে ছিলেন বিশ্বকাপজয়ী ভারতের ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা।

ঘূর্ণিঝড় থেমে যাওয়ায় চার্টার্ড ফ্লাইটে শিরোপা নিয়ে সরাসরি দিল্লি ফিরবেন ভারতের ক্রিকেটাররা। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। দেশে ফিরেই শিরোপা উৎসব করবেন ক্রিকেটাররা। 

আজ বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় দেশে ফেরার বিমান ধরবেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সব ঠিক থাকলে সকাল ৮টার দিকে দিল্লি পৌঁছাবেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। 

আগেই অবশ্য বিসিসিআই-এর ব্যবস্থা করা বিমান ধরে রোহিতদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বারবাডোজের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বেরিলের কারণে বিমানবন্দরের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। যে কারণে এখন বিমান চলাচলে বাধা নেই।    

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh