টাইগার আউট, প্রভাস ইন, নতুন প্রেমে দিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম

টাইগারকে ভুলে প্রভাসে মজেছেন দিশা। ছবি: সংগৃহীত

টাইগারকে ভুলে প্রভাসে মজেছেন দিশা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের সাথে অভিনেত্রী দিশা পাটানির প্রেমের খবর সবার জানা। অভিনেত্রীর সংসার পাতার ইচ্ছা থাকলেও বিয়ের ইচ্ছে ছিল না টাইগারের। তাই ৬ বছরের সম্পর্কের ইতি টানেন এই তারকা জুটি।

এদিকে টাইগারের সাথে সম্পর্ক বিচ্ছেদের পরে দিশার সঙ্গে তার শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্সের সম্পর্কের গুঞ্জন উঠে। সেই গুঞ্জন কাটিয়ে বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল এবার অভিনেতা প্রভাসকে মন দিয়েছেন দিশা। গভীর সম্পর্কে রয়েছেন দুজন। সম্প্রতি নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্কের খবর।

মূলত নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দিশা পাটানিকে রক্সি চরিত্রে এবং প্রভাসকে তার জুটি হয়ে ভৈরব চরিত্রে দেখা যায়। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন তারা। শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আসেন দুজন।

এছাড়াও শুটিংয়ের পরও একসঙ্গে আড্ডা দিতেন। শুধু তাই নয়, হায়দরাবাদের বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যেত তাদের।

এর মাঝেই দিশা তার হাতে একটি ট্যাটু করান। যেখানে ইংরেজি অক্ষর ‘পি’ এবং ‘ডি’ একসঙ্গে লিখা। যা দেখে ভক্ত অনুরাগীরা এখন দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন। যদিও দিশার হাতের ভাইরাল হওয়া ছবিটি কতটা সত্য তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাস অভিনীত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ । ইতিমধ্যেই প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। ‘বাহুবলী’র পর থেকে প্রভাস ক্যারিয়ারের একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে এই সিনেমা। তার পরই দিশা হাতে লিখেছেন ‘পি ডি’।

আবার অনেকে বলছেন, অভিনেত্রীর হাতে ‘পিডি’ অর্থ্যাৎ ‘প্রভাস ও দিশা’।

নেটাগরিকদের একাংশের ধারণা এটার অর্থ ‘প্রভাস ডার্লিং’। যদিও নিজের বা হাতের এই উল্কি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দিশা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh