শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
শেরপুর জেলার ম্যাপ। ফাইল ছবি
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার দহেড়পাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু দহেড়পাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
মৃত ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু নিরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে মোটরের সংযোগস্থলে রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
এ সময় দায়িত্বরত ডাক্তার তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কান্না থামছে না ওই শিশুর মা লিপা বেগমসহ তার পরিবারের সদস্যদের। তাদের মাঝে নেমেছে শোকের ছায়া।