খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম
খাগড়াছড়ি-লংগদু সড়ক। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি
দুই দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদুর সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সড়কের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল শুরু হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, খাগড়াছড়ি-লংগদু সড়কের হেডকোয়াটার এলাকা থেকে পানি নেমে যাওয়ায় যান চলপুনরায় শুরু হয়।
এর আগে সোমবার থেকে চলা টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মঙ্গলবার সকাল থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়াটার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙ্গামাটির লংগদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।