মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।
মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। নির্বাচনে প্রার্থী হতে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তামান্না রশীদের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। চকমিরপুর ইউনিয়নের ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৭৫ জন।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন, মো. মাহফুজুল হক সোহেল, আব্দুস সালাম, লুৎফর রহমান তুহিন, মো. বাবুল হোসেন, মো. নিজামুল ইসলাম, এস এম আতোয়ার রহমান, মো. আসলাম আলী, রাকিবুল ইসলাম লিটন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।