দাবাড়ু জিয়াউর: জীবন যার দাবা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৫২ পিএম

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ছবি- সংগৃহীত

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ছবি- সংগৃহীত

দাবা দিয়েই দেশ-বিদেশে কুড়িয়েছেন প্রশংসা, পরিচিতি, যশ-খ্যাতি। দাবা খেলাটিই ছিল তার নেশা এবং পেশা। এবার সেই দাবার বোর্ডেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন গ্র্যান্ডমাস্টার (জিএম) জিয়াউর রহমান।

আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপে ১২তম রাউন্ডের খেলা চলাকালে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জিয়া। এরপর দ্রুতই হাসপাতালে নেয়া হলেও ফেরানো যায়নি এই দাবাড়ুকে। এরপর তাকে দাবা ফেডারেশন থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়েও সংকট কাটাতে পারেননি। কীর্তিমান এ দাবাড়ুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনের আকাশে নেমেছে শোকের ছায়া। 

১৯৭৪ সালের ১ মে জন্মগ্রহণ করেন জিয়া। তার বাবা পয়গামউদ্দিন আহাম্মেদ ছিলেন ৭০ দশকের দাবাড়ু। স্বাভাবিকভাবেই ছোটবেলাতেই দাবাতে হাতে খড়ি হয় জিয়ারও। এরপর ধীরে ধীরে দাবার সঙ্গে সখ্যতা বাড়ে তার।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন জিয়া। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃ-বিজ্ঞান নিয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর চাকরি জীবনে প্রবেশ না করে দাবাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি।

মাত্র ১৩ বছর বয়সে ১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করেন জিয়া। পরের বছরই ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। আর টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি।  

বাবার হাত ধরে দাবার বোর্ডে পথচলা শুরু করা জিয়া ১৯৯০ সালে ফিদে মাস্টার এবং ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জন করেন তিনি। 

তবে জিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বড় সফলতা আসে ২০০২ সালে। নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ড মাস্টার খেতাব ঝুলিতে ভরেন তিনি। ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন জিয়া। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন এ কীর্তিমান দাবাড়ু।

২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫৭০ ফিদে রেটিং অর্জন করেছিলেন জিয়া।

জিয়ার ছেলে তাহসিন তাজওয়ারও পেশাগতভাবে দাবাড়ু। তার ছেলে এখন ফিদে মাস্টার। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস তৈরি করেছিলেন তাজওয়ার।

চলমান দাবা চ্যাম্পিয়নশিপেও একসঙ্গেই খেলছিলেন বাবা-পুত্র। এদিন ফেডারেশনে ছিলেন তার স্ত্রী লাবণ্যও। আর সেখানেই স্ত্রী-সন্তানের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

জিয়ার গড়া রেকর্ডগুলো দেখে নিন একনজরে:

১। ২০০২ সালে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন।

২। ২৫৭০ এখন পর্যন্ত কোনো বাংলাদেশি দাবাড়ুর সর্বোচ্চ ফিদে রেটিং। যা ২০০৫ সালের অক্টোবর মাসে গড়েছিলেন তিনি। 

৩। ৪ বার বিশ্ব দাবা কাপে অংশগ্রহণ করেন। 

৪। ১৪ বার দাবা অলিম্পিয়াডে অংশ গ্রহণ করেন।

৫। ১৪ বার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জয়ী দাবাড়ু। 

৬।  ২০১০ সালে মালয়েশিয়ার জাতীয় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। 

৭। ২০১৯ সালে অফিসিয়াল FIDE (ফিদে) ট্রেইনার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh