খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:৩১ পিএম

খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

টানা বর্ষণে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সকল সম্প্রদায়ের বন্যার্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

আজ শনিবার (৬ জুলাই) সকালে জেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী তুলে দেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, খাগড়াছড়ির সমন্বয়ক নিউটন চাকমা, সবিনয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা।  

এসময় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা তার বক্তব্যে বলেন, পাহাড়ে আমাদের সকল সম্প্রদায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মিলেমিশে চলতে হবে। যেকোনো দুর্যোগ, সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন ইউপিডিএফ গণতান্ত্রিক সব সময় সাধারণ মানুষের পাশে আছে, ছিল এবং আগামীতেও থাকবে। 

এতে বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে চাল, পেঁয়াল, আলু, ডাল, তেল, লবণ তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh