কুড়িগ্রামে আরো বেড়েছে বন্যার পানি, দুর্ভোগে বানভাসী মানুষ

ফয়সাল শামীম, কুড়িগ্রাম

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম

বন্যাকবলিত এলাকায় দেখা দিয়ে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট।

বন্যাকবলিত এলাকায় দেখা দিয়ে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট।

কুড়িগ্রামে চরম দুর্ভোগে দিন কাটছে ৫ উপজেলার বানভাসী প্রায় দেড় লক্ষাধিক মানুষের। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়ে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট। চারণভূমি তলিয়ে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে প্লাবিত হয়ে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্রের অববাহিকার চর, দ্বীপচরসহ নিম্নাঞ্চল।

চরাঞ্চলের অনেক বাসিন্দা ঘর-বাড়ি ছেড়ে উচ্চ এলাকায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও অনেকেই রয়েছে ঘর- বাড়িতে। নিম্নাঞ্চলের কাচা-পাকা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।


পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

এদিকে জেলা প্রশাসন থেকে বন্যা কবলিত জন্য ২৯১ মেট্রিক টন চাল, ২০ লাখ ৮৫ হাজার টাকা ও সাড়ে ১৫ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh