মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:১০ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা অন্য হাতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাল গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে রিপন খান (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন খান মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের শহিদ আলী খানের পুত্র।
নিহতের বাবা শহিদ আলী জানান, রিপন গরুর ব্যবসা করতেন। আজ শনিবার (৬ জুলাই) দুপুরে বগিয়া থেকে রামনগর গরুর হাটে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা মাথায় ধরে অন্য হাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাতুড়িয়া এলাকায় ঘটনাস্থলে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছে ধাক্কা খেলে সে মাথায় গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, নিহতের বিষয়টি আমরা শুনেছি। কর্তব্যরত পুলিশের মাধ্যমে আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।