নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রবিবার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেড এর ঘোষণা দেয়া হয়েছে।
আজ শনিবার (৬ জুলাই) শাহবাগে ৪র্থ দিনের মতো এক ঘণ্টা অবস্থান অবরোধের পর ছাত্রসমাজের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান।
এর আগে ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফার দাবিতে ৪র্থ দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় আশেপাশের যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ অচল হয়ে পড়ায় স্লোগানে-ক্রিকেটে মেতে উঠেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা আড়াইটা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি- বুয়েট, ইডেন কলেজ হয়ে বেলা পৌনে ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা।