বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:৫১ পিএম
ওটিটি প্লাটফর্ম। ছবি- সংগৃহীত
দর্শকরা নতুন নতুন সিনেমার খোঁজে হানা দেয় ওটিটি প্ল্যাটফর্মে। বিশ্বের নানা দেশের নতুন সিনেমা ও ওয়েব সিরিজ কোনটি কবে আসছে, কোন প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে– তা নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই সপ্তাহে ওটিটি প্লাটফর্মে বেশ কয়েকটি নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে।
চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহে ওটিটিতে দর্শকরা যেসব সিনেমা দেখতে পারবেন-
‘কমান্ডার করণ সাক্সেনা’
বলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কমান্ডার করণ সাক্সেনা’ সোমবার মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। ভারতের গোয়েন্দা সংস্থার
কমান্ডার করণ সাক্সেনার কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। যতীন ওয়াগলের পরিচালনায় এতে সাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন গুরমিত চৌধুরী। এছাড়া ইকবাল খান, আরশ আনেজাসহ আরো অনেকে কাজ করেছেন এই সিনেমায়।
‘মির্জাপুর সিজন থ্রি’
‘মির্জাপুর’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন স্ট্রিমিং হয়েছে অ্যামাজনের প্রাইম ভিডিওতে শুক্রবার। রাজনীতি, বিশ্বাসঘাতকতা ও পারিবারিক কলহের নতুন গল্প আছে ভারতের এই সিরিজে। এই সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার। দ্বিতীয় সিজনের অনেক অভিনেতাকে দেখা গেছে এবারেও। আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠি, হর্ষিতা গৌর, প্রিয়াংশু পাইনিউলি, রাজেশ তাইলাং, ইশা তালওয়ার, আঞ্জুম শর্মা এবং শিবা চাড্ডাসহ আরো কিছু নতুন অভিনেতাও এবারে এসেছেন।
‘বিজয়া’
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সিরিজ 'বিজয়া'। কলেজের ব়্যাগিং, শিক্ষার্থীর আত্মহত্যা এবং ছেলের জন্য মায়ের অদম্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই বাংলা ওয়েব সিরিজটি। এখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজে আরো অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, বিদিপ্তা চট্টোপাধ্যায়সহ কয়েকজন।
‘ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব’
বরুণ শর্মা, সানি সিমহা, মনজোত সিং এবং জস্সি গিল অভিনীত ‘ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব’ সিরিজটি আগামী ১০ জুলাই আসবে নেটফ্লিক্সে। চার পাঞ্জাবি বন্ধুর ব্রেক আপ ট্রিপের গল্প দেখা যাবে এই হিন্দি সিরিজে।
‘দ্য ইমাজিনারি’
এটি জাপানি অ্যানিমেটেড ফ্যান্টাসি ফিল্ম। ইয়োশিউকি মোমোসে পরিচালিত এই ফিল্মে আমান্ডা এবং তার কাল্পনিক বন্ধু রুজারের গল্প উঠে এসেছে। শুক্রবার নেটফ্লিক্সে এসেছে সিনেমাটি।