পুলিশের ব্যারিকেড ভেঙে হল মার্কেট মোড়ে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

পুলিশের ব্যারিকেড ভেঙে হল মার্কেট মোড়ে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পুলিশের ব্যারিকেড ভেঙে হল মার্কেট মোড়ে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে এবার গুলিস্তানের হল মার্কেট মোড়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। নিরাপত্তার বিষয় বিবেচনা করে আর সামনে অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছেন সমন্বয়েকরা।

আজ রবিবার (১৪ জুলাই) বেলা পৌনে ২টার দিকে হাজার হাজার শিক্ষার্থীরা পুলিশি এ ব্যারিকেড ভেঙে ফেলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্যভবন ও প্রেসক্লাব হয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের ফলে বাধার সম্মুখীন হন তারা। ফলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেন।

সরেজমিনে দেখা যায়, পুলিশের শত বাধা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী সম্মিলিতভাবে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিতে আসলে শিক্ষার্থীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

এদিকে গুলিস্তান হল মার্কেট মোড়ে কাভার্ড, জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মোড় থেকে পুলিশ সদস্যদের জড়ো করা হয়।

কোটা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বঙ্গভবন একটি গুরুত্বপূর্ণ স্থান। নিরাপত্তা বিষয় চিন্তা করে আমরা আর সামনে যাবো না। সবকিছুর একটা লিমিট রয়েছে। প্রশাসনের ভাইদের দায়িত্ব পালন করতে দিন, কেননা তাদেরও জবাবদিহিতা রয়েছে। আমরা আমাদের দাবি পূরণ করতে এসেছি। কেউ অতি উৎসাহি হয়ে কোনো কিছু করতে যাবেন না। এর দায় সমন্বয়করা নিবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh