অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম
প্রতীকী ছবি
একটা গাধার বাচ্চা নিয়ে পলটু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কী রে পলটু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’
পলটু মুখ কাঁচুমাঁচু করে বললো, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন।’
শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব?’
‘আপনিই তো বলেছিলেন, আপনার এখানে অনেক গাধাকে আনা হয়েছে। আর আপনি সেই সব গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পলটুর উত্তর।