রাতে স্লোগানে প্রকম্পিত যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:২০ পিএম

স্লোগানে প্রকম্পিত যবিপ্রবি ক্যাম্পাস। ছবি: যবিপ্রবি প্রতিনিধি

স্লোগানে প্রকম্পিত যবিপ্রবি ক্যাম্পাস। ছবি: যবিপ্রবি প্রতিনিধি

স্লোগানে প্রকম্পিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে মধ্যরাতেই এ স্লোগান দেন যবিপ্রবি শিক্ষার্থীরা।

গতকাল রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর হলে এ স্লোগানের রব উঠে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের চারটি ব্লকের শিক্ষার্থীরা হঠাৎ বের হয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে হল। এক পর্যায়ে মিছিলটি হল থেকে বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিতে দিতে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে নানা ধরনের স্লোগান দিতে থাকে।

এসময় তারা বলেন- চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না প্রভৃতি স্লোগানে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রাত সাড়ে বারোটার দিকে মিছিল শেষ হয়। আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিদ্ধান্ত জানিয়ে মিছিল শেষ করেন শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh