রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

লংগদু উপজেলার বন্য হাতি। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

লংগদু উপজেলার বন্য হাতি। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল রবিবার (১৪ জুলাই) মধ্যরাতে উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার ওই বৃদ্ধা নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বন্য হাতি ঘর থেকে ধান খেতে গিয়ে ঘর ভাঙচুর করে, একপর্যায়ে হাতির আক্রমণের বৃদ্ধার মৃত্যু হয়। আরজা বেগম ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

বগাচত্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল বশর জানান, প্রতিদিনের মতো এদিনও ঘরে ঘুমাচ্ছিলেন আরজা বেগম। রাতে পাহাড় থেকে দুটি বন্য হাতি লোকালয়ে এসে তাদের বাড়িতে হানা দেয়। এসময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ বৃদ্ধা।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, বগাচত্বর ইউনিয়নে হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh