বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:৫৮ পিএম
টাবু ও অজয় দেবগন। ছবি: সংগৃহীত
৯০-এর দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী টাবু। তার অভিনীত ‘ক্রু’ সিনেমার রেশ এখনো পুরো কাটেনি। এরই মধ্যে তার নতুন সিনেমা মুক্তির সংবাদ এলো। প্রেক্ষাগৃহে আগামী ২ আগস্ট মুক্তি পাবে তার অভিনীত ‘অর মে কাহা দম থা’।
এটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। সিনেমাটির একটি মোশন ভিডিও প্রকাশ করে মুক্তির নতুন তারিখ জানান অভিনেত্রী। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে মুক্তির তারিখ জানা গেল। আগস্টের ২ তারিখ সিনেমাটি সবার জন্য বড়পর্দায় আসছে। দেখার অনুরোধ রইল।’
নতুন সিনেমা নিয়ে টাবু বলেন, ‘ভালোবাসার গল্প সব সময়ই আমার কাছে ভালো লাগে। কারণ এই গল্পগুলো মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমি বলতে গেলে রোমান্টিক গল্পের অনেক বড় ভক্ত। সেই জায়গা থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন। ডাবিংও অনেকটা শেষ। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুদিনের মধ্যেই আমরা প্রচারে নামব।’
সিনেমায় টাবুর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগন। তিন দশক আগে ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন তারা। এদিকে সিনেমার বাইরে বাস্তবে অজয় আর টাবু একে অপরের ভালো বন্ধু। তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন। কলেজজীবনের খুনসুটি এখনো তাদের বন্ধুত্বে স্পষ্ট।
তাই টাবুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে অজয় বলেন, আমরা একসঙ্গে অনেক কাজ করে ফেলেছি। তাই এখন আর কিছুই মনে হয় না। দীর্ঘদিন পর পুরোপুরি রোমান্টিক নায়ক হয়ে পর্দায় আসছেন অজয়।
এই ছবি করার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘ছবিটির চিত্রনাট্য শুনেই ভালো লেগেছিল। তবে ছবির বাণিজ্যিক দিকের কথা ভাবছিলাম। নীরজ (পরিচালক) আমাকে আশ্বস্ত করে বলে এসব নিয়ে ভাবার দরকার নেই।’
টাবু ও অজয় ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিমি শেরগিল, সাই মাঞ্জেকর, শান্তনু মাহেশওয়ারি, কুশাল শাহসহ অনেককে।