সোনালী ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম

অগ্নিনির্বাপণ মহড়া।

অগ্নিনির্বাপণ মহড়া।

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) এ উপলক্ষে প্রধান কার্যালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সভায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অংশগ্রহণ করেন। 

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। সভায় ফায়ার সার্ভিস প্রতিনিধি দল অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা এবং করণীয়সহ নানা বিষয় তুলে ধরেন।

পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস টিমের যৌথ অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh