রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ঘোরাঘুরি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সের সামনের আমবাগানে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম সরকার এবং একাউন্টিং বিভগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আশরাফ।

ভুক্তভোগীরা জানান, আমরা ডিন’স কমপ্লেক্সের সামনে দিয়ে হাঁটছিলাম। এসময় হঠাৎ করে কয়েকটা মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের মারধর শুরু করে। এ সময় তারা বলতে থাকে 'শুয়োরের বাচ্চা তোরা ক্যাম্পাসে কি করিস? যা হলে যা।' হামলাকারীদের মধ্যে একজনের নাম প্রিন্স বলে জানান তারা। 

সরেজমিনে দেখা যায়, একজনের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে ও শার্ট ছিঁড়ে গেছে। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের সাথে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। আর অন্যান্য ক্যাম্পাসের সার্বিক বিষয় চিন্তা করে আমাদেরও ক্যাম্পাসে প্রক্টোরিয়াল টিম এবং পুলিশ প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh