জাবিতে যোগ দিয়েছে আশেপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে সাভার ও এর আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একে একে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় জাবি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মেধা না কোটা, হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই স্লোগান দিতে দেখা যায় তাদের। 

এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। 

বিক্ষোভ মিছিলে গণ বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ, সাভার সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেন, পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার যুব উন্নয়ন, ধামরাই সরকারী কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

সাভার সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাকিব বলেন, আমাদের সিনিয়র ভাইদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা এর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি। সরকারি চাকুরীতে ৫৬ শতাংশ কোটা থাকলে আমাদের যাদের কোটা নেই তারা চাকুরী কিভাবে পাবো? আমরা এর প্রতিবাদে জাবিতে এসেছি।

গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ বলেন, আমরা চাই আমাদের নৈতিক দাবি মানা হোক। স্বাধীন বাংলাদেশে সবার অধিকার সমান থাক। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একটু চিন্তা করে পরিবর্তন করলে দেশ এগিয়ে যাবে। আমরা শিক্ষার্থীদের নৈতিক দাবির পক্ষে পাশে থাকতে চাই। এতে আমাদের মৃত্যু হলে হোক।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়। আন্দোলনকারীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় আসলে ছাত্রলীগ হামলা চালায়৷

পরবর্তীতে, রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিরাগতদের এনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যানুযায়ী এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh