টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৪০ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম
সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
টাঙ্গাইলে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় কোটাবিরোধী আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ সকাল থেকেই শহীদ মিনারে লাঠি-সোটা নিয়ে অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা জমায়েত হতে থাকলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ছাত্রলীগের হামলায় তিনজন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন কলেজের কোটা আন্দোলনকারীরা একত্রিত হয়ে টাঙ্গাইল পৌরউদ্যান ও প্রেসক্লাবের সামনে জমায়েত হয়।
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে একত্রিত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এদিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহীদ মিনারের কাছাকাছি আসলে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগরজালফৈ বাইপাস এলাকা অবরোধ করে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শহরের বিভিন্ন কলেজ শিক্ষার্থীরাও যোগ দেন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে সকাল থেকেই সারা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয়। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।