পঞ্চগড়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

পঞ্চগড়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশের ন্যায় কোটা আন্দোলনকে সংহতি জানিয়ে কোটা সংস্কারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে কোটা আন্দোলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পাল্টা-পাল্টি এই কর্মসূচি পালন করে তারা। 

এদিন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে কলেজের মূল ফটকের সামনে এসে জেলা ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় মিছিলটি। এক পর্যায়ে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অঙ্গিকার করলে সরে যায় ছাত্রলীগ। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে কোটা সংস্কারের দাবি জানায়। সড়কের পাশে প্রায় আধা ঘণ্টার এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় কোটা আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে দাবি তুলেন বক্তারা।

শিক্ষার্থীদের কর্মসূচির শেষের দিকে কোটা আন্দোলনের প্রতিবাদ জানিয়ে মকবুলার রহমান সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান ও সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে এসে শেষ করে।

এদিকে একই দিনে দেবীগঞ্জেও সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে র‍্যালি শেষে বিক্ষোভ সমাবেশ করে। এইদিন পায়রা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে ট্রাফিক মোড় হয়ে বিজয় চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায়  ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা সেখানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন ও সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে চালানো হামলার বিচার চেয়ে কর্মসূচি শেষ করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh