চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৫৭ এএম

চাঁদপুর-ঢাকা রুটে সীমিত আকারে লঞ্চ চলাচল করছে।

চাঁদপুর-ঢাকা রুটে সীমিত আকারে লঞ্চ চলাচল করছে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা কয়েকদিন বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকা রুটে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। রাজধানী ঢাকার চলমান কারফিউর বিষয়টি বিবেচনায় নিয়ে সীমিত আকারে লঞ্চ চলাচল চালু করে নৌ কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (২৪ জুলাই) চাঁদপুর নো- টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ।

এরমধ্যে দুপুর পৌনে ১২টায় এমভি বোগদাদিয়া-১৩ ও সবশেষ দুপুর দেড়টায় ছেড়ে যায় এমভি আব-এ জম জম-৭। এছাড়া দুপুর ১টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি হাসেম আলী।

চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সমন্বিত সিদ্ধান্তে নিরাপত্তার মধ্যে পাঁচদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়।

এদিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরে আসেনি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, কারফিউয়ের শিথিল সময়ে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় নৌ পুলিশ লঞ্চঘাটে নজরদারি করছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসাইন জানান, এসব লঞ্চগুলো শিডিউলের মধ্যে না। যাত্রীদের দুর্ভোগ লাগবে বিশেষ ব্যবস্থায় এসব লঞ্চ চালু করা হয়েছে। মূলত কারফিউ শিথিল করায় সীমিত পরিসরে চলাচল করছে লঞ্চ। তবে কারফিউ পুরোপুরি উঠে গেলে আগের নিয়মে শিডিউল মতো লঞ্চ চলাচল করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh