চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:২৪ এএম
চাঁদপুর জেলার মানচিত্র
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় সাতজন আসামি আটক হয়েছে। এর আগে শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত জেলায় এসব ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেপ্তার হয়।
গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কার্যালয়ের পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর ও হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাতজন আসামি গ্রেপ্তার হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন শুরু হলে গত শুক্রবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরসহ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সাংবাদিকসহ ৫০জন আহত হন। নিহত হন একজন কাভাড ভ্যান চালকের সহায়ক। আর এসব ঘটনায় এ পর্যন্ত চাঁদপুর ও হাজীগঞ্জ থানায় ৬টি মামলা করেছে পুলিশ।