রাজধানীতে গ্রেপ্তার আরও ২৬৮, সর্বমোট ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:১১ পিএম

রাজধানীতে গ্রেপ্তার আরও ২৬৮, সর্বমোট ৩ হাজার । ফাইল ছবি

রাজধানীতে গ্রেপ্তার আরও ২৬৮, সর্বমোট ৩ হাজার । ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযান শুরু করেছে। এই প্রেক্ষিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে আরও ২৬৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। 

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।

এদিকে গত সাত দিনে (১৭-২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও ২১টি জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে গ্রেপ্তারের এই হিসাব জানা গেছে। 

এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় অংশ বিএনপির নেতা-কর্মী। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে এখন নিজের বাসায় থাকছেন না।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে গত শনিবার রাত থেকে ডিএমপি ও র‍্যাবের ‘চিরুনি অভিযান’ শুরু হয়। এর পর থেকে প্রতিদিন নিয়মিত নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন জনকে আটক করা হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh