ডিএমপির যুগ্ম-কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:২৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুলাই) এক অফিস আদেশে তাদের রদবদল করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার খোন্দকার নুরুন্নবীকে গোয়েন্দা উত্তর বিভাগে, যুগ্ম-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার উত্তরে এবং যুগ্ম-কমিশনার মো. শহিদুল্লাহকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের দায়িত্ব দেওয়া হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh