আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh