নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা সৃষ্টিকারীরা যাতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে না পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বিপ্লব কুমার বলেন, সহিংসতার ঘটনায় করা ২০০টি মামলায় এ পর্যন্ত ২ হাজারের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তাররা সবাই রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগ, সেতু ভবনে হামলা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলে ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোয় হামলা করেছে। উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে বেছে বেছে উন্নয়ন প্রকল্পগুলোতে তারা হামলা করেছে। সমস্ত নথিপত্র পুড়িয়ে দিয়েছে।
নাশকতাকারীরা দুই-তিন দিন ধরে গা ঢাকা দিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ব্লকড রেইড চলমান। ব্লকড রেইড ছাড়াও ঢাকায় দিন-রাতে পুলিশের অপারেশন চলমান। সন্ত্রাসীরা যেখানেই থাকুক, আমরা তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো। যারা পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, তাদের কালো হাত আইনিভাবে ভেঙে দেয়া হবে।
ডিএমপির যুগ্ম কমিশনার জানান, ডিএমপি সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনতে কাজ করছে। এই কাজ আরও বেগবান করা হবে। আমরা পরিকল্পনা করছি, যেন এ ধরনের অপরাধীরা ঢাকা ছাড়তে না পারে। ঢাকার মধ্যে যারাই থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডিএমপি।