আমিরাতে বিক্ষাভকারীদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
কোটা আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করতে গিয়ে শাস্তি পেয়েছেন ৫৭ বাংলাদেশি। এই প্রবাসীদের শাস্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। যারা সেই আইন ভঙ্গ করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে তারা শাস্তি ভোগ করবে। এখানে আমাদের কিছু করার নেই।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এদিন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর পক্ষ থেকে জানানো হয়েছে মালয়েশিয়া যেতে না পারা ৭০ ভাগ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বায়রাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বায়রা আমাদের দেবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখন এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মালয়েশিয়া সরকারের কাছে আমরা যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে।