নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৪:২৬ পিএম
আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৯ ঘণ্টা) ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে শিথিল করা হয়েছে কারফিউ।পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় দেশের জনগণকে ধৈর্য্য ধরার আহ্বানও জানান।