ঝিনাইদহে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডতে পানিতে ডুবে মারা গেছেন সিয়াম হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র। আজ শনিবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার শিতলী গ্রামে এই ঘটনা ঘটে।

সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে ও শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গত ২৬ জুলাই শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদ্রাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে প্রতিষ্ঠানে ফিরে এলেও সিয়াম ফেরেনি। বিকেলে তিনটার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায় সে গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ড থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসাছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh