রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম
কর্ণফুলী পেপার মিল। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) একটি ভবনের ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
আজ শনিবার (২৭ জুলাই) এই খবর পাওয়ার পর দুপুরে লাশ উদ্ধারের কাজ শুরু হয়।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। ডোম ও অ্যাম্বুলেন্স এলে উদ্ধার করা হবে।
এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, পঁচে যাওয়া লাশটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল কাশেম বাবুলের (৫৫)। বাবুল এক সময় কেপিএমের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল নামের ওই ব্যক্তি গত তিনদিন যাবৎ নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার কাপ্তাই থানায় গিয়ে অবগত করে। শনিবার ওই ব্যক্তির লাশ কেপিএম এলাকার কারখানার ভেতরে পড়ে থাকার খবর পাওয়া যায়।
এদিকে কেপিএম সূত্র জানিয়েছে, আবুল কাশেম বাবুল আগে কেপিএমে কোম্পানি মাস্টার রোলে মেশিনে হাউসে কর্মরত ছিল। ২০২৩ সালের ২৬ অক্টোবর তাকে চুরির অভিযোগে চাকরিচ্যুত করে কেপিএম।