পাবনায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩৩

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:২২ পিএম

পাবনা জেলার মানচিত্র

পাবনা জেলার মানচিত্র

পাবনায় গত ২৪ ঘণ্টায় নাশকতা ও ভাঙচুরের মামলায় বিএনপি ও জামায়াতের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল) জেলার ১১টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে পাবনা সদর থানায় ৯ জন, সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে চারজন করে, আটঘরিয়ায় ও সাঁথিয়া থানায় দুইজন করে, চাটমোহরে তিনজন, বেড়ায় দুইজন এবং ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা থানায় একজন করে গ্রেপ্তার করা হয়।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাবনায় নাশকতা ও ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh