রফিক মজিদ, শেরপুর
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম
কোটা সংস্কার আন্দোলনে নিহত আসিফুর রহমান।
কোটা সংস্কার আন্দোলনে নিহত শেরপুরের আসিফুর রহমান নামে ১৭ বছরের এক তরুণের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় একটি পরিবারের স্বপ্ন ভেঙে চূরমার হয়ে গেছে। কান্না থামছে না তার পরিবারে।
আসিফুর রহমান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামের আমজাদ হোসেন ও ফজিলা খাতুন দম্পতির ছেলে।
ঢাকার মীরপুরে গত ১৯ জুলাই সহিংসতার ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ হয়ে ওইদিনই রাত ৯টা ৪০মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন আসিফ।
পরের দিন ২০ জুলাই ঢাকা থেকে আসিফের মরদেহ নিয়ে এসে জানাজা শেষে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার কেরেঙ্গাপাড়া-ফুলপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনার পর থেকে ওই পরিবারের মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের কান্নার রোল যেন থামছেই না।
আসিফ গরিব অসহায় পরিবারের ভবিষ্যতে হাল ধরবে বলে বাবা-মা আমায় বুক বাধলেও সেটা আজ শুধু স্বপ্নেই রয়ে গেল। একটি গুলি আসিফের পরিবারের স্বপ্ন চিরদিনের জন্য শেষ করে দিল। ছেলের শোকে আসিফের বাবা-মা এখন দিশেহারা হয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন।
নিহত আসিফের মা ফজিলা খাতুন বলেন, আমার ছেলে খুবই ধীর স্থির ও শান্ত স্বভাবের ছিল। স্থানীয় একটি মাদ্রাসায় কুরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করতো। তের ছিফারা পর্যন্ত পড়েছে। অভাব অনটনের সংসার তাই ছোট বয়সেই এক বছর আগে ঢাকার মীরপুরের একটি গার্মেন্টসে চাকরি নেয়। মাসে সে ১৩ হাজার টাকা বেতন পাইত।
ফজিলা খাতুন কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, আমার দুই ছেলে। চার মেয়ে। ছেলে মেয়েদের মধ্যে আসিফ দ্বিতীয়। বড় মেয়ের ঢাকায় বিয়ে হয়েছে। ছেলে আসিফ ও তার বাবা ঢাকার মীরপুরে থাকেন। আমি আমার কোলের ৮ মাস বয়সের শিশু ছেলে ও অপর তিন মেয়েকে নিয়ে নালিতাবাড়ী কেরেঙ্গাপাড়া গ্রামে থাকি। আমার ছেলে আসিফ ছিল আমাদের সম্বল। অকালে তার মৃত্যুতে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। সরকার যদি এখন আমাদের জন্য কিছু করে তা হলে আমার বাঁচার শক্তি পাব। আপনারা দেখেন আমাদের জন্য কিছু করতে পারেন কিনা।
নিহত আসিফুর রহমানের বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলে বয়স কম। সে কোনো রাজনীতি করতো না। আমার সঙ্গে ঢাকায় থেকে গার্মেন্টসে চাকরি করতো। গত ঈদের আগে সে বেতন ও ঈদ বোনাস মিলিয়ে ১৬ হাজার টাকা পেয়েছিল। আমি মূর্খ মানুষ আগে মানুষের দোকানে কাজ করতাম। এক বছর ধরে ধার-কর্জ করে মীরপুর-১০ এ আব্বাছ উদ্দিন স্কুলে পেছনে গোডাউন ভাড়া করে গার্মেন্টস জুটের ব্যবসা শুরু করেছি। গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর ছেলে আসিফ ও আমি ঘুমিয়ে পড়ি। বিকেল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে আমার ছেলে আসিফ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। সন্ধ্যা ৬টা দিকে ছেলে মোবাইল ফোনে বলে বাবা আমি অ্যাকসিডেন্ট করেছি। খবর পেয়ে গোলাগুলির মধ্যেই দৌড়ে যাই। যেয়ে দেখি আমার ছেলে মাথায় ডান পাশে গুলি লাগছে। আহত হয়ে মীরপুরে আলোক হাসপাতালে পড়ে আছে। সেখান থেকে রিকশায় করে ছেলেকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। সেখানে ব্যান্ডেজ করে ছেলেকে নিয়ে রিকশায় করে নিউরোসাইন্স হাসপাতালে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। রিকশায় নিউরোসাইন্স হাসপাতালে নেওয়ার পথে ছেলে সঙ্গে আমার শেষ কথা হয়। ছেলে বলে বাবা আমি আর বাঁচবো না। তোমার মনের আশা আমি পূরণ করতে পারলাম না। আমাকে মাফ করে দিও। আমজাদ হোসেন বলেন, শুক্রবার রাতেই বাসে করে ঢাকায় যাব। কিছু মালপত্র আছে সেগুলি বিক্রি করতে হবে।
আসিফের ফুফাতো ভাই আনোয়ার হোসেন বলেন, আসিফ আমার মামাতো ভাই। ১৯ জুলাই শুক্রবার ৪/৫ বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। সন্ধ্যা ৬টার দিকে মীরপুরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে মোবাইলে ছবি তোলার চেষ্টা করলে মাথায় গুলিবিদ্ধ আহত হয়ে রাত ৯টা ৪০ মিনিটে মারা যান। পরের দিন ২০ জুলাই ঢাকা থেকে আসিফের মরদেহ নিয়ে এসে জানাজা শেষে দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার কেরেঙ্গাপাড়া-ফুলপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। সে কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। খুবই সাদাসিধা ও নরম প্রকৃতির ছেলে।
নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, ওই ছেলে কোন রাজনীতির সঙ্গে জড়িত না। মীরপুরে গার্মেন্টসে চাকরি করতো আর বাবার সঙ্গেই থাকতো। ১৯ জুলাই সন্ধ্যায় সে গুলিবিদ্ধ হয়ে ঢাকাতেই মারা যান। মরদেহ এলাকায় নিয়ে এসে দাফন করা হলেও আমাকে সে কথা জানানো হয়নি। পরে আমি লোক মুখে শোনেছি। আমার মনে হয় অজানা ভয়ের কারণেই হয়তো আমাকে জানায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত আসিফুর রহমানের মরদেহ দাফনের সত্যতা নিশ্চিত করে এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আসিফ কোন রাজনৈতিক দলে সঙ্গে জড়িত নয়। সে গার্মেন্টসে চাকরি করতো।