ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
নিহতদের স্বজনদের আর্তনাদ। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই কন্যা সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২) তার স্ত্রী জান্নাত বেগম (২২) বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বাড়িতে লোকজনের কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, রবিবার রাত ১০টার পর কোন এক সময় তারা আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মর্মান্তিক এ ঘটনার পিছনে কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে তা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।