নাটোরে সাংবাদিকসহ গ্রেপ্তার ১০৬

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গত ৪ দিনে জেলায় এক সাংবাদিকসহ আরো ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাটোরের বিভিন্ন থানায় ৮ মামলায় এ পর্যন্ত বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এর আগে গত বুধবারের ঘটনায় ৭১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন তিনি।

এদের ভেতর গত বৃহস্পতিবার যে ৯ জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেন রয়েছেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ভেতর একজন সাংবাদিক রয়েছে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, কোনো নিরপরাধ মানুষকে পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশকে ব্যবহার করে কেউ যাতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেই দিকে খেয়াল রাখতেও প্রতিটি থানায় বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh