মোবাইল ইন্টারনেট: কারা পাবেন বোনাস ডাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:২১ পিএম

একজন মোবাইল ফোন ব্যবহারকারী। ছবি: সংগৃহীত

একজন মোবাইল ফোন ব্যবহারকারী। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বন্ধ হওয়া মোবাইল ইন্টারনেট সেবা রবিবার (২৮ জুলাই) বিকেল থেকে আবারও পাওয়া যাচ্ছে। ৩টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনেকে ডাটা প্যাকেজ কিনেও ব্যবহার করতে পারেননি। এজন্য গ্রাহকদের বিনামূল্যে ৫ জিবি ডাটা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে অপারেটরগুলো।

মোবাইল অপারেটরেররা বলছে, ইন্টারনেট পুরোপুরি চালুর পর কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল (যোগ্য), তা যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

কারা পাবেন বোনাস ডাটা

গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন। 

তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকরাও এ বোনাস পেতে পারেন।

অপারেটররা বলছেন, এলিজেবল বা যোগ্য গ্রাহকদের এসএমএস দিয়ে বোনাস ডাটার তথ্য জানিয়ে দেয়া হবে। সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh