ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:২২ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ১২:২৬ পিএম
রঙ বাংলাদেশ ও কে ক্র্যাফট। ছবি: সংগৃহীত
প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবার উদযাপিত হয় ‘বন্ধু দিবস’। বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। বন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন গ্রহণ করেছে বাংলাদেশের ফ্যাশন ব্রান্ড রঙ ও কে ক্র্যাফট।
‘পাশেই কারোর একখানা হাত ধর, কাছেই কাউকে তোমার বন্ধু কর’- গায়ক কবির সুমনের এই গান আমাদের মনে করিয়ে দেয় আমাদের বন্ধুদের কথা। বন্ধু দুই অক্ষরের এই শব্দের মধ্যেই আমরা আমাদের জীবনের চলার সাথীর কথা মনে করি। বন্ধু সব সময় আমাদের নিজেদেরই কোনো এক প্রতিচ্ছবি হয়ে থাকে আমাদের মনে। বন্ধুত্বের বন্ধন এত গভীর হয় যে, বন্ধু ছাড়া এত ভালোভাবে কেউ কাওকে হয়তো বুঝতে পারে না। বন্ধুদের আড্ডায় সব সময়ই বন্ধুত্ব নবায়ন হয়, উদযাপিত হয়। বন্ধুত্বের বন্ধনকে অটুক রাখতেই বন্ধু দিবস উদযাপিত হয়। বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর, সীমাহীন করার প্রত্যাশায় রঙ বাংলাদেশ-এর এবারের বন্ধু দিবসের আয়োজন থাকছে সকল আউটলেট ও অনলাইনে।
বন্ধুদের মধ্যে উপহার বিনিময় করা একটি ট্রেন্ড বলা চলে। বন্ধুকে উপহার দেওয়ার জন্য এবারের বন্ধু দিবসের আয়োজনে রয়েছে বন্ধুকে নিয়ে গায়ক কবির সুমনের গানের লিরিক্স সম্বলিত টি-শার্ট ও মগ। এছাড়াও নিয়মিত সংগ্রহে আছে শার্ট, পাঞ্জাবী, ফতুয়া, শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না, আনস্টিচড ড্রেস ও গিফট ভাউচার। এ ছাড়াও রয়েছে স্বতন্ত্র ডিজাইনের গয়না, ব্যাগ ও বিভিন্ন এক্সেসরিজ।
এছাড়াও বন্ধুর জন্য কেনাকাটায় মগ ও টি-শার্ট কম্বো অফার থাকছে নির্দিষ্ট আউটলেট ও অনলাইনেও। টি-শার্ট ও মগ একত্রে কম্বো অফারে থাকছে ৩০% পর্যন্ত মূল্যছাড়।
ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. সারাদেশের যেকোনো প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা। ফোন/হোয়াটসঅ্যাপ 01777744344 নাম্বারে রয়েছে কাস্টমার সার্ভিস সাহায্যকারী এবং 01799998877 নম্বরে বিক্রয় প্রতিনিধি।
বন্ধুত্ব সম্পর্ক চিরকালের। সম্পর্ক নিয়ে আদৌ কোনো বিশেষ দিনের প্রয়োজনীয়তা আছে কি না, এ নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবুও কোনও সম্পর্ক একটি দিন বিশেষ ভাবে উদযাপন করা যেতেই পারে। তাই এই সুন্দর সম্পর্ক উদযাপনের জন্য প্রতি বছরের আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালন হয়ে আসছে।
বন্ধু সব সময়ই স্পেশাল। বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, বাইরে এক সঙ্গে আড্ডা-খাওয়া দাওয়া না হয় হল, তবে তার জন্য দিনটা আরও বিশেষ করে তুলতে বন্ধুর জন্য ছোটখাটো উপহার কিনলে কেমন হয়? হতে পারে মিনিংফুল কোনো গিফট। বিশেষ দিনটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলবে ছোট্ট একটা গিফট।
আসছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুকে দিতে পারেন পছন্দের কিংবা প্রয়োজনীয় এমন কোন গিফট, যেমন ওয়ালেট, পার্স, সুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম অথবা এলবাম, নোট বুক, মগ, ফ্লাওয়ার ভাস, পারসনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু যদি বই পড়তে ভালোবাসে তাহলে তার হাতে তুলে দিন আপনার পছন্দের কোন বই কিংবা তার পছন্দের লেখকের বই। কে ক্র্যাফটেও মিলবে এমনই পছন্দের বইয়ের সংগ্রহ।
স্পেশাল অনেক উপহারই দেয়া যায়। মেয়ে বন্ধু হলে সুন্দর রুচিশীল কোন পোশাক কিনে উপহার দিতে পারেন। যেমন- সালওয়ার কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবী কিংবা ফতুয়া।
যেকোনো উপহার সামগ্রী পেতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফট এর শো-রুমে। নিজে হাতে উপহার দেওয়া সম্ভব না হলে। কেউ যদি দূরে থাকে, তা হলে গিফট টি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন বন্ধুর ঠিকানায়। এবং এর জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।