কেরালায় ভূমিধসে মৃত্যু ৪৩, আটকা শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম

আটকেপড়াদের উদ্ধার করছে উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত

আটকেপড়াদের উদ্ধার করছে উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এতে আটকে পড়েছে আরও শতাধিক মানুষ।

গতকাল সোমবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায়। ভোর ৪টা ১০ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর।

রাজ্যের ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের জেরে মৃত্যু হয়েছে এক বছরের শিশুসহ ২৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সাথে কয়েক শ’ মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। অনেকের খোঁজ মিলছে না।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টারকেও উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বিজয়ন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। তবে বৃষ্টির কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানান, কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সাথে তার কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি।

ওয়েনাড়ের এই বিপর্যয় নিয়ে এক্সে পোস্ট করেছেন কংগ্রেস নেতা তথা এই লোকসভা কেন্দ্রের সাবেক সাংসদ রাহুল গান্ধীও। রাহুলও জানান, উদ্ধারকাজের বিষয়ে তার সাথে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলাশাসকের কথা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh