নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম
জামায়াত ইসলামীর লোগো। ফাইল ছবি
নির্বাহী আদেশে আগামীকালের (বুধবার) মধ্যেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যে।
তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। আদালত নয়, কোন দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। তিনি আরও বলেন, এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসাবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিলো সেটা সঠিক আছে। জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলেও উল্লেখ করেন তিনি।