নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর লোগো। প্রতীকী ছবি
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের জন্য নতুন করে এমপিওভুক্তির পাশাপাশি উচ্চত্তর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে স্কুল-কলেজে নিয়োগ পাওয়া ১ হাজার ৯৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। এ ছাড়া উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৩৬০ জন। আর বিএড স্কেল পাচ্ছেন ৫২৫ জন।
নতুন এমপিওভুক্তদের মধ্যে স্কুলের ১ হাজার ৪৯১ জন এবং কলেজের ৪৫৩ জন শিক্ষক রয়েছেন।