কুবিতে বাধা পেরিয়ে মিছিলে যায় আন্দোলনকারীরা

কুবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম

বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসা আন্দোলনকারীরা সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত স্থানীয় নেতাকর্মীদের বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলনে আসার সময় অনেক আন্দোলনকারীরা মারধরেরও শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৯ জুলাই) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল পর্যন্ত যায়। এরপর আবার মূল ফটকের এসে তারা বক্তব্য রাখেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাত্র আন্দোলন চত্বর, ব্লু ওয়াটার পার্ক রোড, কোটবাড়ী বিশ্বরোড, কোটবাড়ী অংশে সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত স্থানীয় নেতৃবৃন্দ অবস্থান নেন। এসময় তারা প্রতিটি যানবাহন চেক করেন। আন্দোলনকারী কেউ থাকলে তাদেরকে গালিগালাজ, মারধর করে গাড়িতে তুলে আবার ফিরিয়ে দেন। এসময় তাদের অনেককে হেলমেট পরিহিত অবস্থায় লাঠি, গাছের ঢাল, স্ট্যাম্প হাতে  দেখা যায়। 

এ ব্যাপারে তাদের সাথে কথা বললে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বহিরাগতরাও ক্যাম্পাসে এসে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসের দিকে যেতে পারছে। তাদের যাতে কোন সমস্যা না হয় সে জন্য আমরা দাঁড়িয়েছি।

দুপুর দুইটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বাধার মুখে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এসময় আন্দোলনকারীরা 'শিক্ষা, ছাত্রলীগ একসাথে চলবে না', 'শিক্ষা, সন্ত্রাস একসাথে চলবে না', 'তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে', 'তুমি কে, আমি কে? সমন্বয়ক, সমন্বয়ক' সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন ১৫ জুলাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিবস ঘোষণা করে। এরপরের কর্মসূচির ব্যাপারে তিনি পরবর্তীতে জানানো হবে বলে জানান। 

কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারা বলেছে ব্যবস্থা নিবে।

সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আজকে তেমন কোন ঝামেলার মুখোমুখি হতে হয়নি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ সেহেতু আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোন দলের কোন প্রকার কর্মসূচি পালন করতে দিব না। যদি কেউ আমাদের অনুমতি ছাড়া কর্মসূচি করে তাহলে এর দায়ভার আমাদের না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh