সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় প্রস্তুত পিটিআই: ইমরান খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শুনানির জন্য আদিয়ালা কারাগারে হাজির করা হয়েছিল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে। এক বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় আমরা প্রস্তুত। এ জন্য সেনাবাহিনীর প্রতিনিধি দল গঠন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রায় এক বছর ধরে কারাবন্দি ইমরান খান বলেন, তার দল কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেনি। শুধু আর্মড ফোর্সের সমালোচনা করেছে।

তিনি বলেন, ২০২৩ সালের ৯ মের দাঙ্গার ঘটনায় যদি কোনো পিটিআই কর্মীর বিরুদ্ধে অপরাধ পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, বর্তমান সরকার পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দলকে ধ্বংস করতে চায়।_জিও নিউজ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh